নিজস্ব প্রতিবেদক ০৪ মার্চ ২০২৫ ০৮:৫৪ পি.এম
দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়া। গত তিন দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি দেশটিতে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে দাবানলের সূত্রপাত। আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হয়েছে এ শহরটিতে। উতোমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন।
দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে অফুনাতো-এর ৫ হাজার ২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল এবং আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজারেরও বেশি কর্মীকে।
আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার মানুষকে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪ হাজার ৬০০ জন। আগুনে ইতোমধ্যে অফুনাতো’র অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।